মেথি গুঁড়ো
85৳ – 1,500৳
যরত মুহাম্মদ রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমার উম্মতরা যদি জানত মেথিতে কি উপকার আছে তবে তারা সোনার বদলে মেথি কিনে খেত। হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ও বলেছেন যে, তোমরা মেথি দ্বারা চিকিৎসা কর।
উপকারিতা
ওজন কমাতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
লেস্টেরল ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে।
মেথি বাতের তীব্র ব্যথা- বেদনা কমাতে সাহায্য করে।
টাসিয়াম ও ফাইবার থাকার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
কিডনির কার্যকারিতা বৃদ্ধি পায়।
মেথি আ্যলকোহলযুক্ত ক্ষতির বিরুদ্ধে লিভারকে পুরোপুরি রক্ষা করে।
টকদই যে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুব সহায়ক এটা আমরা অনেকেই জানি। এই টক দই যদি মেথির সাথে ব্যবহার করা হয় তাহলে তা আরো অধিক পরিমাণে ফলদায়ক হবে। ১ টেবিল চামচ মেথি গুড়া করে বা পেস্ট বানিয়ে এর সাথে সমপরিমাণ টকদই মিশিয়ে নিন। তারপর মুখে ও গলায় লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর ভালো ভাবে ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। এই প্যাকটি খুব দ্রুত ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
চুল পড়া সত্যিই একটি বিব্রতকর সমস্যা। বহুবিধ কারণেই চুল পড়তে পারে। তবে দৈনিক গড়ে ৫০ থেকে ১০০টি
পর্যন্ত চুল পড়াকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তবে বেশী করে চুল পড়া শুরু করলে তা চিন্তার কারণ হয়ে
দাঁড়ায়। তবে এর জন্য চিন্তার ভারটা মেথির উপর ছেড়ে দেয়াই শ্রেয়। চুল পড়া সমস্যায় এবং চুলের যত্নে মেথির
ব্যবহার অত্যন্ত কার্যকরী। ৫০ গ্রাম মেথি গুড়া ২০০-৩০০ মিলি পানিতে সারারাত ভিজিয়ে রেখে সকালে সেই
পানিটুকু ছেঁকে নিন। এ থেকে এক গ্লাস পানি খালি পেটে পান করুন। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও
নিকোটিনিক এসিড রয়েছে যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে। এই পানি প্রতিদিন পান
করলে পেটের যাবতীয় পীড়াজনিত ও পরিপাকজনিত সমস্যা দূর হয়। দেহের অতিরিক্ত ওজন ও কমে।বাকী
পানিটুকু একটি স্প্রে বোতলে নিয়ে নিন। এবার মাথার ত্বকে এবং চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই পানি স্প্রে
করুন। এবার আঙুলের ডগার সাহায্যে সারা মাথা ৭-১০ মিনিট ম্যাসাজ করুন। ১ ঘন্টা অপেক্ষা করে চুল ধুয়ে
ফেলুন। চাইলে সারারাত এটা মাথায় রাখা যেতে পারে। চুল পড়া কমাতে এবং চুলের ভিত্তিকে মজবুত করতে এর জুড়ি নেই।
Reviews
There are no reviews yet.