ভেঙে যাওয়া চুল প্রতিরোধ করতে তিসির তেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিসি তেল চুলের ব্রেকেজ ও আগা ফাটা বন্ধ করে চুলকে স্মুথ করে তুলে।
যাদের চুল খুব ফ্রিজি এবং ম্যানেজ করা কষ্টসাধ্য সেক্ষেত্রে তিসি চুলকে সফট করে ট্যাঙ্গেল হওয়া থেকে বাঁচাবে।
খুশকি দূর করতে সাহায্য করে তিসির তেল
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফসফরাস ও পটাসিয়াম যুক্ত তিসির তেল মাথার ত্বকের ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে।ফলে খুশকি আসতে বাধা দেয়। খুশকি প্রতিরোধ করে চুলে নিয়ে আসে প্রাণ।
তিসি বীজ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফসফরাস, কপার, ভিটামিন ও পটাসিয়াম ইত্যাদি গুণে ভরপুর।
আমাদের মাথার ত্বকের ও চুলের প্রয়োজনীয় খাদ্যগুণে ভরপুর এই তিসির তেল চুলের খাদ্য জোগায়। চুলকে প্রানবন্ত করে তোলে।
এসব গুনে ভরপুর তিসির তেল চুলে পুস্টি যোগায় ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে।
Be the first to review “Flaxseed Oil (তিসির তেল)” Cancel reply
Reviews
There are no reviews yet.